SBI PO Recruitment 2025 : স্টেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসারের ৬০০ টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । যোগ্য আগ্রহী প্রার্থী ২৭ শে ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ।স্টেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার পদে আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন ।
Overview of SBI PO Recruitment 2025
নিয়োগকারী সংস্থা | স্টেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
আবেদনের শেষ তারিখ | ১৬/০১/২০২৫ |
মোট শূণ্য পদ | ৬০০ |
পদের নাম | প্রবেশনারি অফিসার (PO) |
কাজের স্থান | অল ইন্ডিয়া |
আবেদন পদ্ধতি | অনলাইন |
পদের নাম
স্টেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার (PO)
মোট শূন্য পদ
মোট ৬০০ টি শূন্য পদে নিয়োগ করবে স্টেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।
যোগ্যতা
বয়সসীমা :
০১/০১/২০২৪ তারিখ হিসেবে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে ।
সরকারি নিয়োমানুযায়ী SC ও ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন ।
শিক্ষাগত যোগ্যতা :
SBI PO Recruitment 2025 এর প্রবেশনারি অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমতুল্য যোগ্যতা থাকা প্রয়োজন ।
আবেদন ফি
- জেনারেল প্রার্থীদের জন্য-Rs. ৭৫০/-
- ওবিসি প্রার্থীদের জন্য-Rs. ৭৫০/-
- ইডব্লুএস প্রার্থীদের জন্য-Rs. ৭৫০/-
- এসটি প্রার্থীদের জন্য-NO
- এসসি প্রার্থীদের জন্য-NO
নিয়োগ পদ্ধতি
- প্রিলিমিনারি পরীক্ষা
- মেইন পরীক্ষা
- ইন্টারভিউ
- নথিপত্র যাচাই
- মেডিকেল টেস্ট
- ফাইনাল রেজাল্ট
আরও পড়ূন :-মাধ্যমিক পাশে ভারতীয় রেলে চাকরির সুবর্ণ সুযোগ!
Important Dates Of SBI PO Recruitment 2025
বিজ্ঞপ্তি প্রকাশ | ২৬/১২/২০২৪ |
আবেদন শুরু | ২৭/১২/২০২৪ |
আবেদন শেষ | ১৬/০১/২০২৫ |
অ্যাডমিট কার্ড প্রকাশ | ————— |
প্রিলি পরীক্ষা | ৮/০৩/২০২৫ ও ১৫/০৩/২০২৫ |
মেইন পরীক্ষা | এপ্রিল/মে ২০২৫ |
ফাইনাল রেজাল্ট | —————- |
How to Apply SBI PO Recruitment 2025
যোগ্য প্রার্থীরা স্টেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ২৭/১২/২০২৫ থেকে ১৬/০১/২০২৫ তারিখের এর অনলাইনে আবেদন জমা করতে পারবেন । আরও বিষদে জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন ও অফিসিয়াল নোটিফিকেশন ভালো ভাবে পড়ূন ।
Important Links
Official Website | Click Here |
Official Notification | Download |