SBI PO Recruitment 2025 : ভারতীয় স্টেট ব্যাঙ্কে ৬০০ অফিসার নিয়োগ!এখনই আবেদন করুন

SBI PO Recruitment 2025 : স্টেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসারের ৬০০ টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । যোগ্য আগ্রহী প্রার্থী ২৭ শে ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ।স্টেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার পদে আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন ।

Overview of SBI PO Recruitment 2025

নিয়োগকারী সংস্থাস্টেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
আবেদনের শেষ তারিখ১৬/০১/২০২৫
মোট শূণ্য পদ ৬০০
পদের নামপ্রবেশনারি অফিসার (PO)
কাজের স্থানঅল ইন্ডিয়া
আবেদন পদ্ধতিঅনলাইন

পদের নাম

স্টেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার (PO)

মোট শূন্য পদ

মোট ৬০০ টি শূন্য পদে নিয়োগ করবে স্টেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।

যোগ্যতা

বয়সসীমা :

০১/০১/২০২৪ তারিখ হিসেবে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে ।

সরকারি নিয়োমানুযায়ী SC ও ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন ।

শিক্ষাগত যোগ্যতা :

SBI PO Recruitment 2025 এর প্রবেশনারি অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমতুল্য যোগ্যতা থাকা প্রয়োজন ।

আবেদন ফি

  • জেনারেল প্রার্থীদের জন্য-Rs. ৭৫০/-
  • ওবিসি প্রার্থীদের জন্য-Rs. ৭৫০/-
  • ইডব্লুএস প্রার্থীদের জন্য-Rs. ৭৫০/-
  • এসটি প্রার্থীদের জন্য-NO
  • এসসি প্রার্থীদের জন্য-NO

নিয়োগ পদ্ধতি

  • প্রিলিমিনারি পরীক্ষা
  • মেইন পরীক্ষা
  • ইন্টারভিউ
  • নথিপত্র যাচাই
  • মেডিকেল টেস্ট
  • ফাইনাল রেজাল্ট

আরও পড়ূন :-মাধ্যমিক পাশে ভারতীয় রেলে চাকরির সুবর্ণ সুযোগ!

Important Dates Of SBI PO Recruitment 2025

বিজ্ঞপ্তি প্রকাশ২৬/১২/২০২৪
আবেদন শুরু২৭/১২/২০২৪
আবেদন শেষ১৬/০১/২০২৫
অ্যাডমিট কার্ড প্রকাশ—————
প্রিলি পরীক্ষা৮/০৩/২০২৫ ও ১৫/০৩/২০২৫
মেইন পরীক্ষাএপ্রিল/মে ২০২৫
ফাইনাল রেজাল্ট—————-

How to Apply SBI PO Recruitment 2025

যোগ্য প্রার্থীরা স্টেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ২৭/১২/২০২৫ থেকে ১৬/০১/২০২৫ তারিখের এর অনলাইনে আবেদন জমা করতে পারবেন । আরও বিষদে জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন ও অফিসিয়াল নোটিফিকেশন ভালো ভাবে পড়ূন ।

Important Links

Official WebsiteClick Here
Official NotificationDownload
About Author
RABIUL SEIKH

রাবিউল সেখ ! wbalertnow.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। তিলকা মাঝি ভাগালপুর বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment