AAI Jr Assistant Recruitment 2024: আকর্ষনীয় বেতনে এয়ারপোর্টে চাকরির সুযোগ ।এয়ারপোর্ট অথোরিটি ওফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস ) পদে 89 জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে । আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আমার প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন ।
নিয়োগকারী দপ্তর
এয়ারপোর্ট অথোরিটি ওফ ইন্ডিয়া (AAI)
মোট শূন্য পদ
89 জন
যোগ্যতা
AAI Jr Assistant Recruitment 2024 (Fire Service) পদে আবেদনের জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক,উচ্চমাধ্যমিক,ডিপ্লোমা (মেকানিকাল / অটোমোবাইল /ফায়ার) ,এইচ এম ভি,এল এম ভি লাইসেন্স ।
বয়স
প্রার্থীর বয়স 01/11/2024 হিসাবে 18 -30 বছর হতে হবে । এছাড়াও সরকারি নিয়োমানুসারে বয়সের ছাড় পাবে ।
নিয়োগ পদ্ধতি AAI Jr Assistant Recruitment 2024(Fire Service)
- লিখিত পরীক্ষা (Computer Based Test)
- PET
- Final Merit List
গুরুত্বপূর্ন তারিখ
- আবেদন শুরু : 30/12/2024
- আবেদন শেষ : 28/01/2025
আবেদন ফি
- UR/OBC/EWS ক্যাটেগরিদের জন্য Rs. 1000/-
- SC/ST/Women/PWD/Ex-Servicemen: Nil
Important Links
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |