SBI Clerk Recruitment 2024 Notification: ভারতীয় স্টেট বাঙ্কে 13735 কর্মী নিয়োগǃ এখনই আবেদন করুন

SBI Clerk Recruitment 2024 : স্টেট বাংক অফ ইন্ডিয়া জুনিয়ার অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস ) এর শূন্যপদে 13735 টি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।আগ্রহী যোগ্য প্রার্থী স্টেট বাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন ।

এক জন প্রার্থী শুধুমাত্র একটি রাজ্য বা একটি কেন্দ্রশাসিত অঞ্চলের পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও প্রার্থী যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পদের জন্য আবেদন করবে তাকে সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থানীয় ভাষা লিখতে ও বলতে পারার দক্ষতা থাকার প্রয়োজন ।

নিয়োগকারী সংস্থা

স্টেট বাংক অফ ইন্ডিয়া (State Bank Of India)

পদের নাম

জুনিয়ার অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস)

মোট শূণ্যপদের সংখা

স্টেট বাংক অফ ইন্ডিয়া সর্বমোট 13735 টি শূণ্যপদে জুনিয়ার অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস ) পদে ণিয়োগ করবে । কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য মোট 1254 টি শূণ্যপদ রয়েছে ।

যোগ্যতা (SBI Clerk Recruitment 2024)

বয়স সীমা :

প্রার্থীর বয়স 01/04/2024 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে । এছাড়াও সরকারি নিয়োমানুযায়ী ST প্রার্থীরা 05 বছর SC রা-05 বছর ও OBC প্রার্থীরা 03 বছরের ছাড় পাবেন ।

শিক্ষাগত যোগ্যতা :

  • প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত সমতুল্য যোগ্যতা থাকতে হবে ।
  • যেসব প্রার্থীরা স্নাতকের শেষ বছরে রয়েছে সেই সব প্রার্থীরা শর্ত সাপেক্ষে অস্থায়ী ভাবে আবেদন করতে পারবেন ।যদি অস্থায়ী ভাবে নির্বাচিত হয়, তাহলে তাদের 31.12.2024 তারিখে স্নাতক পরীক্ষায় পাশ হওয়ার প্রমান দিতে হবে ।
  • প্রার্থী যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পদের জন্য আবেদন করবে তাকে সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থানীয় ভাষা লিখতে ও বলতে পারার দক্ষতা থাকার প্রয়োজন ।যে প্রার্থীর মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক মানের মার্কশীট বা শংসাপত্রে স্থানীয় ভাষা অধ্যয়নের প্রমান দিলে তাদের ভাষা পরীক্ষা দিতে হবে না ।

আরও পড়ুন :-মাধ্যমিক পাশে ভারতীয় রেলে চাকরির সুবর্ণ সুযোগ!

আবেদন ফি

  • জেনারেল প্রার্থী : Rs. 750/-
  • OBC প্রার্থী : Rs. 750/-
  • EWS প্রার্থী : Rs. 750/-
  • ST প্রার্থী : Nil
  • SC প্রার্থী : Nil
  • PWD প্রার্থী : Nil

নিয়োগ পদ্ধতি

  • প্রিলিমিনারি পরীক্ষা
  • মেইন পরীক্ষা

How to Apply SBI Clerk Recruitment 2024

স্টেট বাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে ।

Important Date

বিজ্ঞপ্তি প্রকাশ 17/12/2024
আবেদন শুরু17/12/2024
আবেদন শেষ07/01/2025

Important Link

Official WebsiteClick Here
Official NotificationDownload
About Author
RABIUL SEIKH

রাবিউল সেখ ! wbalertnow.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। তিলকা মাঝি ভাগালপুর বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment