Railway Group D Recruitment 2025 : বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চাকরি প্রার্থীদের মুখে হাসি ফোটাতে ভারতীয় রেল ৩২০০০ শূণ্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করতে চলেছে ।
একেবারে নুন্যতম শিক্ষাগত যোগ্যতায় ভারতীয় রেল গ্রুপ ডি পদে প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে ।আগ্রহী প্রার্থীরা আজকের প্রতিবেদন টি শেষ পর্যন্ত পড়বেন । আজকের প্রতিবেদনে ভারতীয় রেলের গ্রুপ ডি নিয়োগের বৃত্তান্ত আলোচনা করতে চলেছি ।
পদের নাম
ভারতীয় রেলের গ্রুপ ডি এর বিভিন্ন পদে নিয়োগ হবে । বিভিন্ন পদের ব্যাপারে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিফিকেশন ভালো ভাবে পড়ে নেবেন ।
মোট শূণ্য পদের সংখ্যা
ভারতীয় রেলের শর্ট নোটিফিকেশন অনুসারে মোট প্রায় ৩০ হাজার শূণ্য পদে নিয়োগ করতে চলেছে । তবে বিস্তারিত নোটিফিকেশন প্রকাশিত হলেই শূণ্য পদের ব্যাপারে জানা যাবে ।
Qualification Of Railway Group D Recruitment 2025
শিক্ষাগত যোগ্যতা
ভারতীয় রেলের গ্রুপ ডি পদে নিয়োগের জন্য নুন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হওয়া প্রয়োজন । তবে সূত্র মারফত খবর কিছু কিছু ক্ষেত্রে ITI থাকতে হবে ।
বয়স সীমা
ভারতীয় রেল তাদের অফিসিয়াল শর্ট নোটিফিকেশন বয়সের কোন উল্লেখ করেনি ।
আরও পড়ুন :- আকর্ষনীয় বেতনে এয়ারপোর্টে চাকরির সুযোগ
Important Date
- অনলাইন আবেদন শুরু : 23/01/2025
- অনলাইন আবেদনের শেষ সময় : 22/02/2025
বেতন পরিকাঠামো
কেন্দ্র সরকারের লেভেল ১ পে স্কেল অনুযায়ী বেতন পাবেন ।
How to Apply Railway Gruop D Recruitment 2025 ?
ভারতীয় রেলের ফাইনাল নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে ।
Important Links
Official Website | Click Here |
Official Notifiction PDF | Download |
Application Link | Click to Apply |